1. info@dainikalaponnews.online : দৈনিক আলাপন নিউজ : দৈনিক আলাপন নিউজ
  2. info@www.dainikalaponnews.online : দৈনিক আলাপন নিউজ :
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০১:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "দৈনিক আলাপন নিউজ" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
বাউল শাহ খোয়াজ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা।জানিয়েছেন গীতিকার শাহ মোঃ আছাব আলী স্কটিশ পার্লামেন্ট‌ে একটি সর্বদলীয় ঈদুল আজহার অভ্যর্থনা অনু‌ষ্ঠিত যারা ফ্যাসিস্টের দোসর তাদের ছাড় দেওয়া হবে না- খান মোহাম্মদ রেজাউন নবী শুরু হচ্ছে হাজী তেরা মিয়া ৪র্থ প্রাথমিক মেধাবৃত্তি ২০২৫  শুরু হচ্ছে কোটি টাকা মূল্যের উপরে আনুমানিক ১৪ ডিসিমেল জায়গা উপর ১৬ ফুটি রাস্তা দান করলেন। ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন গীতিকার শাহ মোঃ আছাব আলী। ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন সিলেটি অভিনেতা রুহুল আমিন দিদার মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের মুক্তি উপলক্ষে রাজধানীর শাহবাগে সংবর্ধনা অনুষ্ঠিত গীতিকার শাহ মোঃ আছাব আলী কে, অচিনপুরি ফাউন্ডেশন এর পক্ষ থেকে সংবর্ধনা প্রদান

গীতিকার শাহ মোঃ আছাব আলী সাহেব এর কিছু কথা।

  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৫১ বার পড়া হয়েছে

আসসালামু আলাইকুম,,
সন্মানিত সামাজিক যোগাযোগ মাধ্যমের সুধীজন ও বন্ধুরা কেমন আছেন সবাই! আশা করি ভালো আছেন আর কামনা ও তাই।
আমার লেখাটা একটু লম্বা হবে যে বা যাহারা আমাকে ভালোবাসেন কষ্ট করে পড়বেন আশাবাদী।
আমার আব্বা খুবই অসুস্থ সকলের কাছে দোয়ার দরখাস্ত সবাই দোয়া করবেন মহান আল্লাহ পাক আমার আব্বাকে সুস্থতার সহিত নেক হায়াত দিতা। আমীন ।
আমি বরাবর রমজান মাসে লাইভ করা অথবা ঝামেলা জড়িত বিষয়ে পোস্ট করা থেকে বিরত থাকতে চেষ্টা করি কিন্তু, আজকাল অনেক কিছু দেখতেছি এবং বুঝার চেষ্টা করতেছি।

চলিতেছে আত্মসংযম এর মাস তাইত হবো না নিরাশ, কছি ছিংলা যখন হয়ে যায় বাঁশ তখন ঘটবেই সর্বনাশ।

  • অতি উৎসাহি হয়ে যদি কেউ চুর কে সাধু বানাতে চাও তাহলে মনে রাখবে ধ্বংস অনিবার্য।
    বৃহত্তর সিলেটে কতো জীবন্ত কিংবদন্তি চুর বাটপার রয়েছে তা অতীতে অনেক বলেছি আর এখন দেখতেছি খুব উতলা প্রেমের ঢেউ জেগেছে দাগি চুরকে সাধু বানানোর জন্য।
    মনে রাখবেন সত্য একা একা চলে, চুর বাটপারদের পক্ষে কথা বলা মিথ্যাবাদীর কাজ সত্যবাদীর নয়।
    আমাকে অনেক কিছু বলেছেন অনেকজনে এই অনলাইন এবং অফলাইনে আমি ধৈর্য্য ধারণ করে যতাসাধ্য চেষ্টা করেছি বুঝানোর যে সত্য পথে চলুন সত্য কথা বলুন কিন্তু চুর কি শুনে ধর্মের কাহিনী।
    রমজানের পরে আবার নতুন ভাবে চেষ্টা করবো তোমরা জীবন্ত কিংবদন্তি চুরদের জীবন কাহিনী বলার তবে, অনুরোধ করব যে বা যাহারা চুরের সঙ্গ দিতে ভালোবাস তোমরা আমার ফ্রেন্ড লিস্ট থেকে চলে যাও কারন আমি চাইনা কোনু চুর বদমাইশদের সঙ্গ দিতে।
    আর যদি মনে করো যে তোমরা খুবই শক্তিশালী তাহলে ভুল জগতে বসবাস করতেছ কারন সত্যের মৃত্যু নাই।
    এই দোনিয়া থেকে বিদায় নিতে হবে সবাই কে কেউ চিরদিন থাকবে না আমিও থাকব না এটাই সত্য এবং আমি কখনো চুর কে ছাড় দেবনা যতক্ষণ না সে ক্ষমা প্রার্থনা করে সত্যের পথে চলার অঙ্গীকার করবে।
    আল্লাহর অলিদের অসম্মান করে যে নিজে সাধু সাজার চেষ্টা করবে আমাকে তার সামনে পাবে মনে করিয়ে দিতে যে, তুমি চুর বাটপার লুচ্ছা বদমাইশ ঠগ দান্ধাকুর লুভি শয়তানের সহচর।
    সময় গেলে সাধন হবে না মনা এখনো সময় আছে সাবধান হয়ে যাও নয়তো দুদিন আগে অথবা পরে তোমাকে অথবা তোমার বংশধরদের খেসারত দিতে হবে বলে আমি বিশ্বাস করি।
    জীবনে অনেক পাপ করেছ অনেক জনের ধন লোট করেছ নিজে সম্পদের পাহাড় গড়েছ তাই বলে মনে করো না যে, তুমি আসমানে উঠে গেছ কেউ তোমাকে নাগাল পাবে না তুমি চুর আর আজও চুর-ই রয়েছ, নিজেকে সংশোধন করে নাও এতে তোমার নিজের এবং আমাদের সকলের মঙ্গল হবে।
    একজন চুরের সন্তান যদি ভালো হয় তাহলে সমাজ থাকে চুর বলে না বলবে যে, তার বাপ চিল চুর লুচ্ছা বদমাইশ কিন্তু ছেলেটা খুব ভালো। আর চুরের সন্তান যদি ভালো হয় না তাহলে সমাজ তাকে চুরের ঘরের চুর বলেই ডাকবে এটাই স্বাভাবিক।
    আমার নিরবতার অর্থ এই নয় যে আমি আর কথা বলব না, আমার নিরবতার কারন তোমাকে সময় দেয়া সোযোগ দেয়া।
    বৃহত্তর সিলেটে তোমার মতো যত বদমাইশ আছে তোমরা সবাই এক হলেও আমি ভয় পাব না বরং খুশি হব এই বলে যে, এতোগুলো চুরের সাথে আমি একাই কথা বলতে পারতেছি আর এটাই সত্যের প্রমাণ কারন সত্য সঙ্ঘবদ্ধ হয়ে কথা বলে না ।
    প্রয়াত গীতিকার সাধক রমিজ আলী চাচা বলেছেন,,
    মন তুমি সেপথ দিয়ে চলো যে পথ দিয়ে সবাই চলে তার বিপরীত চলাই ভালো,,
    মিথ্যাবাদীদের বিপরীতে সত্য চলবে এটাই স্বাভাবিক।
    আমি এখনো নিরব থাকতাম কিন্তু তোমার এবং তোমার চুরের পরিবারের সদস্যদের লেখালেখি দেখে ধৈর্য্য ধরা যায় না কারন আমিতো সত্যের উপর থেকে মরতে চাই তোমার মতো মিথ্যা সাইনবোর্ড লাগাইতাম চাই না।
    তুমি যে মিথ্যাবাদী প্রতারক তা প্রমানিত হয়েছে অতীতে এবং আগামীতে ও তাই থাকবে যদি না সুজা রাস্তা ধরো।
    আমি ভালো মানুষদের সন্মান করি আর চুর লুচ্ছা বদমাইশদের ঘৃণা করি, আমার লেখায় কেউ বিভ্রান্ত হবেন না কারন আমার লেখাটা চুর লুচ্ছা বদমাইশ মার্কা লোকদের নিয়ে।
    মানুষ বলতেই ভুল হবে আমার লেখায় ভাষায় ভুল হলে সবাই ক্ষমার চোঁখে দেখবেন আশাবাদী ।
    কষ্ট করে লেখাটা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© দৈনিক আলাপন নিউজ
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট