সিলেট ওসমানী বিমানবন্দরে লন্ডন প্রবাসী মোঃ আছাব আলী সংবর্ধিত
বাংলাদেশ বেতার ও বিটিভির তালিকাভুক্ত গীতিকার, এম.এ. একাডেমি ইউকে'র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং এবি সিলেট নাট্য গ্রুপের প্রধান উপদেষ্টা আছাব আলী কে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত মঙ্গলবার ৪/২/২৫ ইং যুক্তরাজ্য থেকে গীতিকার আছাব আলী দেশে প্রত্যাবর্তন করলে সিলেটের বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বিমানবন্দরে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
গীতিকার আছাব আলী দেশবাসীর উদ্দেশ্যে বলেন সুস্থ সংস্কৃতি চর্চা করা অতি জরুরী সুস্থ সংস্কৃতিই পারে দেশের সুনাম বিশ্বের দরবারে তুলে ধরতে, ৩৬০ আউলিয়ার দেশ বলা হয় আধ্যাত্মিক নগরী সিলেট কে, এই সিলেটে অসংখ্য গুণী মানুষের জন্য হয়েছে অনেক মরমী কবি রয়েছে সবাই সুস্থ সংস্কৃতি চর্চা করেছেন তাই দেশবাসীর উদ্দেশ্যে বলেন সুস্থ সংস্কৃতি চর্চা করা অতি জরুরী।
এসময় উপস্থিত ছিলেন, খাদিমনগর শাহ বদর উদ্দিন আউলিয়া মাজার এর মোতাওয়াল্লী মোঃ ফিরুজ মিয়া, খাদেম মোঃ গিয়াস মিয়া, রহিম বক্স, এবি সিলেট নাট্য গ্রুপের প্রতিষ্ঠাতা মোঃ আবুল বশর, হাজি আনোয়ারুল ইসলাম চিশতী, ইয়াসিন আহমেদ, নাজিম কলাপুরি, বেলাল আহমেদ, জান্নাতে জাহান, লাকি বেগম, জাহিদ। দক্ষিণ সুরমা নারী কল্যাণ সংস্থার সভাপতি শিউলি আক্তার, সাধারণ সম্পাদক দিপালি মালাকার, সাদকপুর উচারগাও কলিম শাহ বাউল সংঘের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গীতিকার আবুল আজাদ, সুজাদ মিয়া, নাহিদ মিয়া, মনোয়ার হোসেন, রহিম মিয়া, জামাল মিয়া, আরশ আলী, তারেক, হাসনরাজা আব্দুর রহিম, মৌলভীবাজার সি এফ ইউনিটি ক্লাবের উপদেষ্টা শাহ আসাদ আলী, সভাপতি জাবেদ আহমেদ, সাধারণ সম্পাদক মাসুম আহমদ নাসির, সদস্য তানজিদুর রহমান রাফি, রুমন আহমদ, কাইয়ুম আলী, আজিদ আহমদ, রিমন আহমদ, লিটন আহমদ, বিশ্বনাথ সালেহ আহমদ বাদশাহ ফ্রেন্ড সার্কেলের গীতিকার আব্দুল মালিক, বাউল জুয়েল আহমদ, গীতিকার বশির আহমেদ, বাউল সালেহ আহমদ।প্রমুখ
প্রকাশক : মোঃ গিতিকার আছাব আলী
সম্পাদক : মোঃ আবুল বশর
সিলেট শাহপরান (রাঃ) দিগন্ত আবাসিক প্রকল্প সিলেট
মোবাইল : ০১৭১৯৫৭৬৫৭১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত