কন্দাল ফসল উন্নয়ন এর প্রকল্প এর আওতায় মাঠ দিবস, ২০২৪-২০২৫ সম্পন্ন।
ইয়াসিন আহমদ কবির। দক্ষিণ সুরমা প্রতিনিধি সিলেট।
২০২৪-২০২৫ অর্থবছের কন্দাল ফসল উন্নয়ন এর প্রকল্প এর আওতায় মাঠ দিবস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দক্ষিণ সুরমা
১ নং মোল্লারগাঁও ইউনিয়নে সফলভাবে সম্পন্ন হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মামুন খান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দীপক কুমার দাস জেলা প্রশিক্ষণ অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সিলেট জেলা।
বিশেষ অতিথি ১ নং উল্লাহ ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব লিলন আহমদ। উপস্থিত ছিলেন কৃষি অফিসার নেতৃবৃন্দ।দীপংকর সূত্রধর অতিরিক্ত কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,দক্ষিণ সুরমা।
গৌতম পাল উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দক্ষিণ সুরমা সিলেট।আশীষ দে
উপসহকারী কৃষি কর্মকর্তা,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,দক্ষিণ সুরমা। দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নঃ মোল্লারগাও ইউনিয়ন সিলেট। সত্যব্রত দাস উপসহকারী কৃষি কর্মকর্তা,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,দক্ষিণ সুরমা।
দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নঃ মোল্লারগাও ইউনিয়ন
মোঃ আবুল হাসান উপসহকারী কৃষি কর্মকর্তা,
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,দক্ষিণ সুরমা।
কম খরচে লাভজনক ফসল কিভাবে করা যায় তা নিয়ে কথা বললেন,দিপক কুমার দাস জেলা প্রশিক্ষণ অফিসার কৃষি সম্প্রসারণ অধ্যাপক তোর সিলেট জেলা,বিষয় বিষয় গোল আলু রঙ্গিন আলু বারি পানিকচু – ১। এবং প্রধান অতিথির বক্তব্যে বলেন কৃষি কাজে বাংলাদেশ গ্রামাঞ্চল একটি নির্ভরযোগ্য জায়গা কৃষি খাতে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাচ্ছে বাংলাদেশ সরকারের যুগোপযোগী সিদ্ধান্তে কৃষি খাতে নতুনত্ব অনেক কিছু করা সম্ভব এবং কৃষি খাত হচ্ছে একটি লাভজনক খাত। সব কৃষকরা সব সময় সরকারের উন্নয়নের অংশ হিসেবে কাজ করে থাকেন কৃষি খাতে সরকারের বিশেষ নজর রয়েছে।
এই সময় বিভিন্ন এলাকা থেকে আগত কৃষক বৃন্দ উপস্থিত ছিলেন যথাক্রমে : মোঃ লিটন মিয়া
মোঃ দিলাল মিয়া
মোঃ সুরুজ আলী
মোঃ ফয়জুর রহমাম
গিয়াস মিয়া
আনোয়ার হোসেন
মোঃ সেলিম মিয়া
মোঃ কোটন মিয়া
মোঃ ফারুক মিয়া
মোঃ মানিক মিয়া
মোঃ বোরহান আহমদ শান্ত
মোঃ বেলাল মিয়া
আব্দুল কাদির
মোঃ হেলাল মিয়া
মন্না
শাহবাজ উদ্দিন
কবির
মোহাম্মদ নাঈম
মোছাম্মৎ নেওয়া বেগম
মোসাম্মৎ হোসনে আর
আমেনা বেগম
মোসাম্মৎ নুরজাহান বেগম
পপি বেগম
কুলচুমা বেগম
ফাতেমা আক্তার স্বপ্না
সেলিনা আক্তার রুবি
গোলাপজান বিবি
নুরুন্নাহার বেগম সহ আরো অনেকেই।