দেশবাসীকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্য প্রবাসী, সাব্বির আহমদ।
মোঃ আবুল বশর সিলেট।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে সিলেটসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন সাউথ সুরমা এসোসিয়েশন মিডল্যান্ড ইউকে’র ভাইস প্রেসিডেন্ট, যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজসেবী সাব্বির আহমদ। ১৪ ডিসেম্বর এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের রক্তার্জিত স্বাধীনতার ৫২ বছর। বাংলাদেশ আমাদের গর্বের, বিজয় আমার প্রেরণা, মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হোক, মহান বিজয় দিবস। তাই মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা থাকবে আজীবন। নতুন প্রজন্মের কাছে মহান বিজয় দিবস ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরারা আহ্বান জানিয়ে যুক্তরাজ্য প্রবাসী সাব্বির আহমদ সিলেটসহ দেশবাসী এবং বিশ্ববাসীকে আবারো শুভেচ্ছা জানান।
এবং তিনি এক বার্তায় বলেন,
১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস। রক্তস্নাত বিজয়ের ৪৬তম বার্ষিকী। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের দিন। দীর্ঘ ৯ মাস সশস্ত্র সংগ্রাম করে বহু প্রাণ ও অনেক রক্তের বিনিময়ে এদিনে বীর বাঙালি ছিনিয়ে আনে বিজয়ের লাল সূর্য।
পাকিস্তানি হানাদার বাহিনী এদেশের মুক্তিকামী মানুষের ওপর অত্যাচার-নির্যাতনের পর এদিন আত্মসমর্পণ করে মুক্তিকামী মানুষের কাছে। আর পাকিস্তানি বাহিনীর এই আত্মসমর্পণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে দীর্ঘ দুই যুগের পাকিস্তানি শোষণ আর বঞ্চনার। নির্যাতন, নিষ্পেষণের কবল থেকে মুক্ত হয় বাঙালি জাতি।।